Breaking
25 Dec 2024, Wed

লকডাউনে কর্মহীন হয়ে পড়ে বাড়ি ভাড়া দিতে না পেরে তাঁত শ্রমিকের বর্তমান ঠিকানা এখন ঝোপের মধ্যেকার এক গাছ তলায়

জেএনএফ ওয়েব ডেস্ক : লকডাউনে কর্মহীন হয়ে পড়ে বাড়ি ভাড়া দিতে না পেরে তাঁত শ্রমিকের বর্তমান ঠিকানা এখন ঝোপের মধ্যেকার এক গাছ তলায়। আর এভাবেই মাস তিনেক ধরে অভাব অনটনে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে প্লাস্টিকের তাবু ঘেরা অস্থায়ী ছাউনির নিচে দিন কাটছে। হাড় হিম করা ছবি নদীয়ার নবদ্বীপের স্টেশন সংলগ্ন এলাকার। বর্ধমান জেলার ধাত্রী গ্রামের তাঁত শ্রমিক তারক বসাক। লকডাউনের পর থেকেই ঠিকমতো মজুরি পাচ্ছিলেন না তাঁত শ্রমিক তারক বসাক। ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অবশেষে দ্বিতীয় শ্রেণীতে পড়া কন্যা সন্তান এবং আড়াই মাসের পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন লাগোয়া গাছের নিচে তাঁবু খাটিয়ে ঘর বেধেছে তারক। আগামী দিনে কি হবে তা অজানা। তবুও বাঁচার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে বন জঙ্গল ঘেরা খোলা মাঠের পাশে এক চিলতে জায়গায় নতুন জীবন শুরু করেছে চারজনের পরিবারটি। যেখানে সাপ ব্যাংক এবং শেয়ালের অবাধ আনাগোনা সেখানেই বাঁচার তাগিদে দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন যুদ্ধ শুরু করেছে তারক ও তার স্ত্রী প্রিয়া বসাক।

Developed by