জেএনএফ ওয়েব ডেস্ক : হাতির হানা নিত্য লেগেই রয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকায়। সোমবার গভীর রাতে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি লোকালয়ে ঢুকে একটি পাঁকা বাড়ি ক্ষতিগ্রস্ত করে বলে খবর। জানা গিয়েছে, এদিন রাত প্রায় এগারোটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার দক্ষিণ দেওগাঁয়ে বলরাম দেবনাথের একটি পাকা ঘরে হানা দেয় হাতি। হানা দিয়ে ইটের দেওয়াল ভেঙে ঘরে মজুত করে রাখা আলু খেয়ে ফেলে। ক্ষতিগ্রস্ত করে সেই পাঁকা ঘরের দেওয়াল থেকে টিনের চালা। এদিন ক্ষতিগ্রস্ত বলরাম দেবনাথ জানান, “রাত প্রায় এগারোটা নাগাদ হাতি হানা দিয়ে ভেঙে তছনছ করে দেয় একটি পাঁকা ঘর।” বনদপ্তর সূত্রে খবর, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।