Breaking
25 Dec 2024, Wed

সাপের কামড় খেয়ে সাপ ধরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে এল এক ব্যক্তি!

জেএনএফ ওয়েব ডেস্ক : সাপের কামড় খেয়ে সাপ ধরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে আসার ঘটনায় হতবাক সকলে। নদীয়ার কল্যাণীর জে.এন.এম হাসপাতালে ঘটনা।এখন ওই ব্যক্তি চিকিৎসাধীন জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। ওই ব্যক্তির নাম সুদেব দেবনাথ। বাড়ি কল্যাণী কাঁটাবেল এলাকায়। সূত্রের খবর, পাশে একটি পেয়ারা বাগানে শ্রমিকের কাজ করছিলেন তিনি। ওই বাগানে কাজ করার সময় হঠাৎই তাকে একটি সাপে কামড় দেয়। এর পর পরিস্থিতি বুঝতে পারা সঙ্গে সঙ্গে তিনি সাপটিকে ধরে ফেলেন। কারণ কি সাপে কামড় দিয়েছে সেটা তিনি চিনতে পারেনি তাই তার চিকিৎসার জন্য কোনরকম সমস্যা না হয় চিকিৎসকদের কাছে সেই কারণেই তিনি সাপটিকে বস্তায় ভরে সঙ্গে এক পরিবারের সদস্যকে নিয়ে সরাসরি চলে যান হাসপাতালে। এখন বর্তমানে তার চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।

Developed by