Breaking
25 Dec 2024, Wed

জামগাছ থেকে পড়ে গুরুতর জখম ১৪ বছরের বালক


জেএনএফ ওয়েব ডেস্ক : জাম গাছ থেকে পড়ে গুরুতর জখম এক বছর ১৪ এর বালক। ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি পূর্ব পাড়ার। জানা গিয়েছে, গত কাল অর্থাৎ সোমবার সকাল দশটার দিকে প্রতিবেশীর এক জাম গাছ থেকে, জাম পারতে গাছে চড়ে ধুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর রিপন রায় নামে এক বালক। আচমকা সে ওই জাম গাছ থেকে পড়ে, গাছের নীচে বাঁশের বেড়ার উপর পড়ায় গুরুতর জখম হয় সে। পেটে বাঁশের বেড়ার বেশ কিছু টা অংশ ঢুকে যায়। তড়িঘড়ি জখম অবস্থায় ওই বালককে উদ্ধার করে প্ৰথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে বলে খবর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় অস্ত্রপ্রচার করা হয়। বর্তমানে ওই বালক সুস্থ আছে বলে পরিবার সূত্রে জানা যায়। পরিবারের দাবি আর্থিক অবস্থা ভীষণ খারাপ, দিন মজুরি করে কোনো রকমে দিন চলে।ছেলের এমন অবস্থায় দিশাহীন গোটা পরিবার। ছেলের চিকিৎসা করতে সরকারি সাহায্যের আবেদন করছেন ওই আহত বালকের মা।

Developed by