Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রামের আমলাচটিতে হাতি তাড়াতে যাওয়া গুরুতর জখম বনকর্মী বুদ্ধদেব শবরের মৃত্যু হল সোমবার রাতে!

জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রামের আমলাচটিতে হাতি তাড়াতে যাওয়া গুরুতর জখম বনকর্মী বুদ্ধদেব শবরের মৃত্যু হল সোমবার রাতে! ঝাড়গ্রাম জেলায় হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। রবিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলের বরিয়া এলাকার এক বাসিন্দাকে একটি দাঁতাল হাতি মাটিতে ফেলে মেরে দেয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ওই একই অঞ্চলের আমলাচটি ভেষজ উদ্যান এর কাছে বন দপ্তরের লোধাসুলি রেঞ্জের ফরেস্ট গার্ড বুদ্ধদেব শবরের উপর আচমকা হামলা চালায় একটি হাতি। ওই এলাকায় চারটি হাতি রয়েছে। সেই চারটি হাতিকে মঙ্গলবার বিকালে ড্রাইভ করার কথা ছিল। ড্রাইভ করার আগেই বন দপ্তরের এক কর্মীর উপর হামলা চালালো একটি হাতি। স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে। তার ডান পা ভেঙে দিয়েছে হাতি। বুদ্ধদেব শবর যখন হাতিকে ড্রাইভ করার কাজ করছিলেন ছিলেন ।সেই সময় একটি হাতি অতর্কিতে এসে তার ওপর হামলা চালায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি অঞ্চলের আমলাচটি ভেষজ উদ্যান এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালে বনকর্মীকে দেখতে আসেন ঝাড়গ্রামের ডিএফও সেখ ফরিদ এবং এডিএফও পার্থ মুখার্জী। এদিন ডিএফও জানান, মৃত বনকর্মীরা পরিবারের পাশে আমরা রয়েছে। শোক জ্ঞাপন করছি।

Developed by