Breaking
25 Dec 2024, Wed

শিলিগুড়িতে জুয়ার আসরে হানা পুলিশের,এক মহিলা সহ গ্রেফতার ৫

জেএনএফ ওয়েব ডেস্ক : বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেবক রোডে টুরিস্ট ইন হোটেলে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশ। এরপর জুয়াখেলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম শেখর আগারওয়াল,আশিষ মুখিয়া,সাগর কুমার,মুন্না সুন্দর,বেদ প্রকাশ। স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রে জানা গিয়েছে যে ওই হোটেল থেকে উদ্ধার হয়েছে প্রচুর নেশার সামগ্রী। এবং যখন অভিযান চালানো হয় তখন টেবিলে সাজানো ছিল মদের গ্লাস,চলছিল জুয়ার আসর। তবে এই অভিযানে কোন অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ,সবটাই চলছিল অনলাইন পেমেন্টে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। এদিন ধৃতদেল জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Developed by