Breaking
25 Dec 2024, Wed

কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় কি এবার তৃণমূলে?

জেএনএফ ওয়েব ডেস্ক : কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় কি এবার তৃণমূলে? বিগত কয়েকদিন ধরে সৌমেন রায় তার বিধানসভা কেন্দ্রে অনুপস্থিত। জেলায় কোথাও তার দেখা নেই। রায়গঞ্জের বিধায়ক মৌখিকভাবে জানিয়েছেন, তিনি ফালাকাটায় গেছেন তার বাড়িতে। এদিকে জেলা পার্টি অফিসে গত কয়েকদিন ধরে কোনো দলীয় মটিং এ তাকে দেখা যায়নি। কিন্তু তিনি কোলকাতায় রয়েছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এদিকে রবিবার সন্ধ্যায় জেলা বিজেপির গ্রুপ থেকে লেফট হয়েছেন সৌমেন। আর তাতেই বিজেপিতে মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় কি তবে মুকুলের পথেই হাটবেন? এমনটা গুঞ্জন চাউড় হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
এদিকে সৌমেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি বা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও তার কোনো উত্তর দেন নি।
যদিও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারকে ফোন করা হলে তিনি জানিয়েছেন, তার বাবা অথবা মা অসুস্থ বলে তিনি ফালাকাটায় বাড়িতে গিয়েছেন বলে জানি। তবে গ্রুপ থেকে লেফট হওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Developed by