Breaking
25 Dec 2024, Wed

এবার নদীয়াতে ভ্যাকসিন নেওয়ার পর চুম্বকের মত কাজ করছে সারা শরীর!

জেএনএফ ওয়েব ডেস্ক : এবার নদীয়াতে, ভ্যাকসিন নেওয়ার পর চুম্বকের মত কাজ করছে সারা শরীর, শরীরে আটকে যাচ্ছে হাতা খুন্তি চামচ। একই পরিবারের দুই জনের ভ্যাকসিন নেওয়ার পর একই রকম কাজ করছে। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি এলাকার বাসিন্দা সুবীর কুন্ডু এবং সুভদ্রা কুন্ডু। সুবীর কুন্ডু গত মাসের ২৫ তারিখে ভ্যাকসিন নেয়। সুবীর কুন্ডু জানান তিনি প্রথম টিভির একটি খবরে দেখতে পান একজনের শরীর এর ভ্যাকসিন নেওয়ার পর চুম্বকের মত কাজ করছে। যেহেতু তিনি নিজেও ভ্যাকসিন নিয়েছেন তাই তার কৌতূহল জাগে। নিজের শরীরে পরীক্ষা করার জন্য কিছু চামচ এবং হাতা স্পর্শ করতেই দেখেন সবকিছু শরীরের সঙ্গে আটকে যাচ্ছে। এর পাশাপাশি ওই পরিবারের আর এক সদস্য সুভদ্রা কুন্ডু তিনিও দুইদিন আগে ভ্যাকসিন নিয়েছিলেন। তার শরীরে ওই সব জিনিসপত্র স্পর্শ করলেই চুম্বকের মত আটকে যাচ্ছে। যা নিয়ে রীতিমতো এলাকার মানুষ ভিড় জমিয়েছে তার বাড়িতে ওই দৃশ্য দেখার জন্য।

Developed by