Breaking
25 Dec 2024, Wed

কোভিড পরিস্থিতে দুঃস্থ মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি

জেএনএফ ওয়েব ডেস্ক : কোভিড পরিস্থিতে দুঃস্থ মানুষদের পাশে সাহায্যে র হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার তাদের সংস্থ্যর উদ্যোগে ৫ কেজি করে চাল ও সাথে আলু বিলি করেন। সংস্থার কর্মিরা বাড়িতে চাল, আলু ব্যাগ ভরতি করে টোটোয় নিয়ে এসে শহরের মোড়ে রিক্সা চালকদের হাতে তুলে দেন। তাদের এই সমাজ সেবা মুলক কাজে এদিন হাত লাগান জলপাইগুড়ি কোতোয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার সরকার তিনি এই কর্মসূচিতে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন। সংস্থার সম্পাদিকা পিপাসা হিজরা বলেন, আমাদের নিজস্ব বলতে কিছু নেই। আমরা অন্যের উপর নির্ভরশীল। আমরা সারা বছর কোথায় কার বাড়িতে বাচ্চার জন্ম নিল কার ছেলে মেয়ের বিয়ে হল তাদের দান দক্ষিনা দিয়ে আমরা খেয়ে পুরে থাকি। কিন্তু এই করোনা কালে অনেক মানুষের রুটি রুজির টান পড়েছে তাই তাদের কথা চিন্তা করে এদিন জলপাইগুড়ি শহরের রিক্সা চালকদের হাতে চাল, আলু তুলে দিলাম বলে জানান তানি। এদিনের এই কর্মসূচিতে সংস্থার কর্মিরা উপস্থিত ছিলেন ।

Developed by