Breaking
24 Dec 2024, Tue

কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে জলপাইগুড়ি জেলা জুড়ে সোমবার থেকে দুয়ারে শিক্ষক কর্মসূচি

জেএনএফ ওয়েব ডেস্ক : কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে জলপাইগুড়ি জেলা জুড়ে সোমবার থেকে দুয়ারে শিক্ষক কর্মসূচি শুরু হল। এদিন শহরের সমাজ পাড়া গুড়ঝাংঝোড়া জেলা তৃণমূলের কার্যালয় থেকে এই দুয়ারে শিক্ষক কর্মসূচি চালু করলেন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি নির্মল সরকার ও অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। মূলত করোনায় আক্রান্ত কিন্তু গরিব এই ধরণের পরিবারের পাশে দাঁড়াতে পুষ্টিকর খাবার নিয়ে দুয়ারে পৌঁছবে শিক্ষকরা। জেলা জুড়ে শিক্ষক সমিতির ১৮টি সার্কেলে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। আক্রান্তদের বাড়িতে আম,কলা,খেঁজুর,মসুর ডাল,সোয়াবিন দুধ,বিস্কুট ও স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি সামগ্রী তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, দেশের কোভিড পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী দায়ী। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলীয় সব কয়টি সংগঠন ঝাপিয়ে পড়েছে। খাদ্য সামগ্রী বিলি করা হচ্ছে গরিব ও মধ্যবিত্তদের। করোনার তৃতীয় ঢেইয়ের মোকাবিলার জন্য প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি নির্মল সরকার বলেন জেলা জুড়ে করোনা আক্রান্ত কিন্তু গরিব এই ধরণের পরিবারের পাশে দাঁড়াতে পুষ্টিকর খাদ্য বিলি কর্মসূচি শুরু হল।

Developed by