Breaking
24 Dec 2024, Tue

মাথাভাঙায় এভারগ্রীন ক্লাবের অক্সিজেন পার্লারের উদ্বোধন করলেন স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার অতিমারি মোকাবেলায় অক্সিজেন সঙ্কট দেশ জুড়ে ব্যাপক আকার নিয়েছে। এই সুযোগে জীবন মরণের মুখে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষদের চরা দামে অক্সিজেন বিক্রি করা হচ্ছে বলেও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাব মেটাতে উদ্যোগী মাথাভাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন এভারগ্রীন ক্লাব। তাঁদের উদ্যোগে মাথাভাঙায় চালু হল অক্সিজেন পার্লার।
আজ আনুষ্ঠানিক ভাবে ওই অক্সিজেন পার্লারের সূচনা করেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ প্রতিম রায়, ধীরেন্দ্র নাথ বর্মন, আবু তালেব আজাদ সহ অন্যান্য ক্লাবের সদস্যরা। এদিন এভারগ্রিন ক্লাবের সভাপতি উদায় শংকর চক্রবর্তী বলেন, “মাথাভাঙায় যেহেতু করণা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, তাই অক্সিজেনের প্রয়োজন হতে পারে। বাধ্য হয়ে সদস্যরা আলোচনা করে এই অক্সিজেন পার্লার খোলার উদ্যোগ নিয়েছে। যেকোনো মানুষজন আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার পেতে পারেন। মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, “এভারগ্রীন ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যি সত্যিই প্রশংসনীয়।”

Developed by