Breaking
1 Nov 2024, Fri

মাথাভাঙায় খাদ্যসামগ্রী বণ্টন করতে গিয়ে বিজেপি কর্মীরা মন্ত্রী পরেশের হাত ধরে তৃণমূল যোগ দিলেন

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনা আবহে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করতে গিয়ে মাথাভাঙায় দলবদল করালেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মাথাভাঙা শহরের বিজেপি কর্মী সমর্থকরা এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বলে নেতৃত্বের পক্ষে দাবি করা হয়েছে। আজ দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করতে মাথাভাঙায় যান মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
এছাড়াও সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব গিরীন্দ্রনাথ বর্মন, আবু তালেব আজাদ, বটকৃষ্ণ পোদ্দার, বিশ্বজিৎ সাহা, লক্ষপতি প্রামানিক, অরুনাভ গুহ, প্রমুখ নেতৃবৃন্দ।
এদিন মাথাভাঙা শহরের বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ বাসিন্দাদের মধ্যে চাল ডাল আলু সোয়াবিন সাবান মাক্স স্যানিটাইজার ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। শহরের ১২ টি ওয়ার্ডের প্রত্যেকটি দুঃস্থ গরিব মানুষদের হাতে এই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন মাথাভাঙ্গা ৯ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বিজেপি নেতা কর্মী পার্থপ্রতিম রায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তিন নাম্বার ওয়ার্ডের বিজেপির যুব মোর্চার সভাপতি অরিত্র পাল সহ আরো বেশ কয়েকজন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নির্বাচনের পরে দলবদলের হিড়িক গোটা রাজ্য জুড়ে চলছে। এপ্রসঙ্গে পার্থ প্রতিম রায় ও পরেশ চন্দ্র অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুধু মেখলিগঞ্জ কিংবা মাথাভাঙ্গা নয় রাজ্যের বিভিন্ন স্থান থেকে বড় থেকে মাঝারি, মাঝারি থেকে ছোট নেতা কর্মী সবাই এখন মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য লাইন লাগাচ্ছে। পার্থ প্রতিম রায় বলেন, “১৯ জুন জেলা কমিটির সভা রয়েছে, সেই সভা থেকে আরও কিছু সিদ্ধান্ত আমরা গৃহীত করব। তারপর কাকে কোথায় নেওয়া হবে এবং এবং আর কী কী নতুন কর্মসূচি নেওয়া হবে, তা ওই বৈঠকে সিধান্ত গ্রহণের পর জানিয়ে দেওয়া হবে।”

Developed by