জেএনএফ ওয়েব ডেস্ক :
বর্ষা চলে আসায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে তৎপরতা মাথাভাঙা মহকুমা প্রশাসনের। আজ মাথাভাঙা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরার নেতৃত্বে যে কোন রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, স্বাস্থ্য, ভূমি সংস্কার, সেচ, দমকল, সিভিল ডিফেন্স, বিএসএনএল, পুলিশ কর্তা ও এসএসবি’র আধিকারিকরা।
সভাশেষে মহকুমাশাসক অচিন্ত্য কুমার হাজরা সাংবাদিকদের বলেন, যেহেতু বর্ষা চলছে তাই যে কোন সময় প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। এই বিপর্যয়ে মানুষকে বাঁচতে বা সাহায্যার্থে মহাকুমা প্রশাসন সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে কথা হল, সমস্ত বিভাগের আধিকারিকরা নিজ নিজ দায়িত্ব পালনে সক্ষম।
বর্ষা মানেই নদীর দুকূল ছাপিয়ে গ্রাম কে গ্রাম ভাসিয়ে নিয়ে যাওয়া। কোন কোন সময় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া। ওই সময় বানভাসি মানুষদের উদ্ধার, তাঁদের প্রাথমিক ভাবে খাদ্য ও রাত্রি যাপনের ব্যবস্থা করে দেওয়া, গৃহপালিত পশু সহ বিভিন্ন ধরনের সম্পত্তি রক্ষা করা, বর্ষাকালীন ফসলকে ক্ষতির মুখ থেকে রক্ষা করা, নদী ভাঙন পরিস্থিতি সামাল দেওয়া সহ বিভিন্ন ধরনের কাজ করতে হয় প্রশাসনকে। আর বর্ষায় এই সমস্ত কাজের জন্য প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে হয়। আর সেই কারণেই এদিনের ওই প্রশাসনিক বৈঠক বলে জানা গিয়েছে।