Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামে হাতির হানায় গুরুতর জখম বনকর্মী

ঝাড়গ্রাম : রবিবার ঝাড়গ্রামে এক ব্যক্তির মৃত্যুর পর এবার হাতির হানায় জখম হলেন এক বনকর্মী। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা 7.30 নাগাদ ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি ভেষজ বাগানে। জখম বনকর্মীর নাম বুদ্ধদেব শবর (48)। স্থানীয়রা জানান, এদিন সকালে কোনো কারণে 4 টা হাতি ওই বাগানে ঢুকে পড়ে। চারিদিক ঘেরা থাকায় সন্ধ্যা পর্যন্ত বেরোতে পারেনি। সকাল থেকেই বনকর্মীরা নানান চেষ্টা করেন হাতিগুলিকে বের করার। সন্ধ্যার সময় বাগানের গেট খুলে দিয়ে হাতিগুলিকে যাওয়ার ব্যবস্থা করতে গিয়ে বিপদের মুখে পড়েন ওই বনকর্মী। গেটের সামনে গাছের আড়ালে চুপিসারে দাঁড়িয়ে ছিল একটি হাতি। আচমকা শুঁড়ে ধরে নিয়ে আছাড় দিলে রক্তাক্ত অবস্থায় দূরে ছিটকে পড়েন। অন্যান্য বনকর্মীরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

Developed by