Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দীননারায়ণ ঘোষের ফেসবুক হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ উঠল

জেএনএফ ওয়েব ডেস্ক : এবার ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দীননারায়ণ ঘোষের ফেসবুক হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ উঠল। অতিরিক্ত জেলাশাসকের নাম ও ছবি দিয়ে একই রকমের প্রোফাইল তৈরি করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে  রবিবার বিকেলে। এদিন বিষয়টি জানতে পেরেই ঝাড়গ্রামের সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)। অতিরিক্ত জেলাশাসকের নতুন প্রোফাইল ভেবে অনেকেই ‘ফ্রেন্ড রিকোয়েস্ট  অ্যাকসেপ্ট’ও করেন। তারপরই ওই প্রোফাইল থেকে মেসেঞ্জারে গুগল পে-র একটি ফোন নম্বর দিয়ে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হয়। এরকম বিষয়টি তাঁর কয়েকজন বন্ধুর কাছে যাওয়ায় তাঁদের সন্দেহ হয়। তাঁরা ফোন করে খোদ অতিরিক্ত জেলাশাসক দীননারায়ণ ঘোষকে জানতে চাই। তারপরই ঘটনার কথা জানতে পারেন তিনি। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দীননারায়ণ ঘোষ বলেন, ‘সাইবার ক্রাইম থানায় জানিয়েছি। আমার কিছু বন্ধুকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তাঁরা আমাকে ফোন করে বলতে আমি জানতে পারি। আর কয়েকজনের কাছে টাকাও চেয়েছিল। আমি বিষয়টি আমার ফেসবুক পেজে হ্যাক হওয়া আইডির স্ক্রিনশট করে সচেতন করার জন্য জানিয়েছি এটা ফেক প্রোফাইল বলে। দয়া করে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না।’

Developed by