Breaking
24 Dec 2024, Tue

প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়ে সহায়তা জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই কেয়ার ফাউন্ডেশন’

জেএনএফ ইয়েব ডেস্ক : প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়ে সহায়তা জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন উই কেয়ার ফাউন্ডেশন। দীর্ঘদিন থেকেই সহায়-সম্বলহীন জ্যোৎস্না অধিকারী তার প্রতিবন্ধী কন্যা মিনা বর্মন সহ মোট পাঁচজন জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে দুজন ছোট বাচ্চাও রয়েছে। উইকেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধী মিনা বর্মনকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। হুইল চেয়ার পেয়ে খুশি জ্যোৎস্না অধিকারী ও তার পরিবার। সংগঠনের সদস্য ধীরাজ ঘোষাল বলেন, তারা 19 দিন ধরে কার্যত লকডাউন পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতাল এলাকায় অসহায় মানুষদের খাবার পরিবেশন করে যাচ্ছেন। এই পরিবারটিও অসহায় তারা জানতে পারেন। এবং তাদের মধ্যেও খাবার পরিবেশন শুরু করেন তারা। পাশাপাশি এও জানতে পারেন মাথায় ছাদহীন অসহায় পরিবারের একজন প্রতিবন্ধী সদস্যও রয়েছেন। তাই তার জন্য এদিন তারা একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন। আগামীদিনেও দুস্থ ও সাধারণ মানুষের পাশে তারা সবসময় থাকবেন বলে জানান ধীরাজ বাবু। জ্যোৎস্না অধিকারী বলেন, উইকেয়ারের ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন তার মেয়ের হাতে এই হুইল চেয়ারটি দেওয়া হয়। এতে আমরা ভীষণ খুশি। পাশাপাশি জ্যোৎস্না দেবী সামাজিক সংগঠন ও সরকারের প্রতি অনুরোধ করেছেন, তাদের ইচ্ছে অন্তত একটি ঝুপড়ির বন্দোবস্ত করে দেওয়া হলে অন্তত শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই হয়।

Developed by