জেএনএফ ওয়েব ডেস্ক : রবিবাসরীয় সকালে স্বল্প মূল্যে অক্সিজেন পরিসেবার সূচনা করলো স্টুডেন্টস হেলথ হোমের জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র। করোনা পরিস্থিতিতে জলপাই গুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের সংকট চলছে। রক্তের চাহিদা মেটাতে এবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র সমাজপাড়ায়। শিবিরে সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জিতা ব্যানাজি সহ চার জনের প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করে। শিবির থেকে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাডব্যাংকে পাঠানো হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, সংস্থার সভাপতি অপর্ণা বাগচি , সম্পাদক ডঃ পান্থ দাশগুপ্ত , অধ্যাপক সৌপায়ন মিত্র, শিক্ষক বাবলু রায় সহ স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র সকল সদস্যরা উপস্থিত ছিলেন। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন সদস্যরা সহ সাধারন মানুষ। এদিনের রক্ত দান শিবিরে যারা রক্ত দান করেন তাদের সংস্থার উদ্যোগে সংবর্ধিত করা হয়।