Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো-অডিনেটর অজিত মাহাতোর উদ্যোগে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের শিল্পী সমন্বয়ের সহায়তায় রক্তদান শিবির


জেএনএফ ওয়েব ডেস্ক : বেশ কয়েক দিন ধরে ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে রক্তের সংকটে ভুগছেন মুমূর্ষু রোগীরা। সেই খবর তৃণমূল কংগ্রেস পরিবারের কাছে এসে পৌঁছতে অতি আগ্রহের সহিত রোগীদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে আজ ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো -অর্ডানিটর অজিত মাহাত মহাশয় ও ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস শিল্পী সমন্বয় সংস্থার উদ্যোগে আয়োজিত হয় “রক্তদান শিবির”। এই শোভনীয় কাছে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু মহাশয়া, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস মহাশয়া,ঝাড়গ্রাম ব্লক সভাপতি নরেন মাহাত, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সহ – সভাপতি দেবজিত মান্না ও জেলা কমিটির সদস্য পার্থ চ্যাটার্জি সদস্যা রানী সরেন,শহর যুব সম্পাদক লক্ষ্মীকান্ত চালক,মহিলা নেত্রী ইলা মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা।।

Developed by