Breaking
23 Dec 2024, Mon

রেলওয়ে হকারদের পাশে জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রদ্ধা’

জেএনএফ ওয়েব ডেস্ক : রেলওয়ে হকারদের পাশে জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা। শনিবার জলপাইগুড়ি রোড স্টেশনের সাথারণ হকারদের হাতে নিত্যদিনের খাদ্য সামগ্রী তুলে দিলেন শ্রদ্ধার সদস্যরা। কার্যত লকডাউনে স্বাভাবিকভাবেই রুজি রোজগারে টান পড়েছে সাধারণ মানুষগুলোর। এসব কথা চিন্তা করে এদিন বিভিন্ন ধরনের নিত্য দিনের খাদ্য সামগ্রী হকারদের হাতে তুলে দেওয়া হয় শ্রদ্ধার পক্ষ থেকে। আগামী দিনে এ ধরনের পরিকল্পনা আরো শ্রদ্ধার রয়েছে বলে জানান উদ্যোক্তারা।

Developed by