Breaking
1 Nov 2024, Fri

দিনহাটায় উদয়নের উপরে হামলার ঘটনার বিতর্কে ওঠা অবৈধ ক্লাবটিকে বুল্ডোজার দিয়ে ভেঙ্গে দিল পুরসভা

জেএনএফ ওয়েব ডেস্ক : প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহের উপরে হামলার ঘটনায় বিতর্কে উঠে আসা দিনহাটা শহরের বয়েজ ক্লাবকে কার্যত বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দিল পুরসভা কর্তৃপক্ষ। আজ সকালে দিনহাটা শহরের ৪ নম্বর ওয়ার্ডে থাকা ওই ক্লাবের একটি ঘরকে ভেঙ্গে দেওয়া হয়। ওই ঘটনায় দিনহাটা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ জানিয়েছেন, ওই ক্লাবে অসামাজিক কাজ কর্ম হত। ওই এলাকার বাসিন্দারা এসে সেই অভিযোগ জানায়। অবৈধ ভাবে ড্রেনের ঘর নির্মাণ করা হয়েছিল। তারপরেও ক্লাবের জমি রেজিস্টেশন সহ সমস্ত কাগজপত্র দেখার জন্য সভাপতি সম্পাদকের খোঁজ করা হয়। কাউকে না পেয়ে ক্লাবের দরজায় নোটিশ ঝুলিয়ে তিন দিনের মধ্যে পুরসভায় এসে কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু কেউ না আসায় বাধ্য হয়ে পুরসভা এদিন ক্লাবটিকে ভেঙ্গে দেওয়া হয়েছে উদয়ন বাবু জানান।
৬ মে দিনহাটা শহরের ওই ক্লাবের সামনেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের উপড়ে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় উদয়ন গুহের একটি লাঠির আঘাতে ভেঙ্গে যায়। মারাত্মক ভাবে আহত হন তাঁর নিরাপত্তা রক্ষীরাও। ওই ঘটনার পর প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে পরে কোলকাতায় গিয়ে চিকিৎসা করান উদয়ন গুহ। অভিযোগ, হামলার দিন ওই ক্লাবের ভেতর থেকেই বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড বের করে নিয়ে আসা হয়। হামলায় অভিযুক্তদের অনেকেই ওই ক্লাবের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তাঁদের অনেক কে পুলিশ গ্রেপ্তার করেছে। কেউ আবার পালিয়ে রয়েছেন। এদিকে চিকিৎসা করিয়ে সম্প্রতি দিনহাটায় ফিরে এসেছেন উদয়ন বাবু। তারপরেই এদিন বয়েজ ক্লাবের ঘরটি ভেঙ্গে দেওয়া হয় বলে জানা গিয়েছে।উদয়ন গুহ বলেন, “ শুধু ওই ক্লাবই নয়, যেখানে অসামাজিক কাজ হবে, অবৈধ ভাবে নির্মাণ করে নিকাশি নালা ক্ষতিগ্রস্ত করবে, এসব প্রত্যেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে যদি কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, তাঁদের অবশ্যই দেখা হবে।”

Developed by