Breaking
23 Dec 2024, Mon

মেখলিগঞ্জে পাট থেকে উদ্ধার মূক ও বধির নাবলিকার পচাগলা দেহ, ধর্ষণ করে খুন বলে সন্দেহ

জেএনএফ ওয়েব ডেস্ক : চার দিন ধরে নিখোঁজ থাকার পর মুক ও বধির নাবালিকার পচাগলা মৃত দেহ উদ্ধার হল পাট খেত থেকে। আজ মেখলিগঞ্জ থানার উঁচুলপুকুড়ি অঞ্চলের দেওতিরহাট এলাকায় একটি পাট খেত থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। মৃত ১৬ বছরের নাবালিকা গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে মেখলিগঞ্জ থানায় একটি নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়। এদিন তার মৃত দেহ বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি পাট খেত থেকে উদ্ধার হয়। ইতিমধ্যেই ওই নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মেয়েটির বাড়ির লোকজন অবশ্য পাড়া প্রতিবেশীদের কেউ ওই ঘটনার সাথে জড়িত বলে মনে করছে। নাবালিকার দিদি বলেন, “ও কথা বলতে পারতো না। তাই বাড়িতেই বেশীর ভাগ সময় থাকত। অপরিচিত কারুর সাথে যেতে চাইতো না। তাই আমাদের সন্দেহ পরিচিত কেউ এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশ এর তদন্ত করে অভিযুক্তকে খুঁজে বের করে চরম শাস্তির ব্যবস্থা করুক।”

Developed by