Breaking
23 Dec 2024, Mon

রানাঘাট পুলিশ মর্গে আগুন, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে


জেএনএফ ওয়েব ডেস্ক : রানাঘাট পুলিশ মর্গে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছিল হঠাৎ বিকট আওয়াজ ধোঁয়ায় ভরে যায়। সাথে আগুনের ঝলকানি। তড়িঘড়ি করে কর্মীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সামাল দেয়ার চেষ্টা করে। মর্গের মৃতদেহ রাখার ফ্রিজে আগুন লাগে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে ঘটনা। পোসমাডাম এর জন্য রাখা ফ্রিজে মৃতদেহ তড়িঘড়ি বাইরে বের করা হয়।ঘটনাস্থলের দমকলের একটি ইঞ্জিন। ঘটনায় কোনো ব্যক্তির ক্ষতি হয়নি।

Developed by