Breaking
23 Dec 2024, Mon

জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি লাকপা লামা বদলি হলেন বারোবিশা ট্রাফিক ওসি পদে

জেএনএফ ওয়েব ডেস্ক : ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ লাকপা লামা বদলি হয়ে বারোবিশা ট্রাফিক ওসি হিসেবে নিযুক্ত হলেন। তাঁর জায়গায় কাজে যোগ দিলেন উৎপল নার্জিনারী। এই খবর পেয়ে এলাকার বেশ কিছু যুবক যুবতীরা শনিবার বিকেলে জটেশ্বর ফাঁড়ির প্রাক্তন ওসি লাকপা লামাকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করে এবং নতুন ওসি উৎপল নার্জিনারিকে গাছের চারা ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। এছাড়াও তারা এদিন জটেশ্বর কাজলী হল্ট সংলগ্ন এলাকায় বেশ কিছু চারা গাছ রোপন করে।

Developed by