Breaking
23 Dec 2024, Mon

শিলিগুড়ি মহকুমার বিধাননগর বাজারে হানা ডিস্টিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

জেএনএফ ওয়েব ডেস্ক : শনিবার সাত সকালেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজারে বিধাননগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় ডিস্টিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিন বাজারদর কেমন তা সরেজমিনে খতিয়ে দেখেন। এর পাশাপাশি কথা বলেন ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের সঙ্গে। কেউ বাজারদরের থেকে বেশি দামে সব্জি বা মাছ বিক্রি করছেন কিনা, তা ঘুরে দেখেন ডিস্টিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক। তবে এদিন সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে বিক্রেতাদের। এই বিষয়ে এসআই সুবোধ কুমার বিশ্বাস বলেন, দার্জিলিং জেলা এসপি সাহেবের নির্দেশ মতো গ্রামীণ এলাকায় বিভিন্ন বাজার পরিদর্শন করছি। আমাদের কাছে কিছু রিপোর্ট ছিল যে কিছু কিছু জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে। আর বিধাননগর বাজারে যা দেখলাম সব চলছে অন্যান্য বাজারের মতই। শুধুমাত্র মাছ বাজারটা একটু বেশি মনে হল অন্য বাজারের তুলনায়। এরপর আমরা দুই একজনকে টার্গেট করে নামও নিয়েছি। এই বিষয়টি নিয়ে স্থানীয় ওসির সঙ্গে কথা বলব। যারা বেশি নিচ্ছে তাদের ডেকে কথা বলা হবে। এর পাশাপাশি আমি আমার সুপিরিয়রের সঙ্গে কথা বলব।

Developed by