Breaking
1 Nov 2024, Fri

দুয়ারে রেশন’ পরীক্ষামূলক ভাবে চালু হলে বিনপুর ২ ব্লকের সাতবাঁকি গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস যদি তৃতীয়বার ক্ষমতায় আসে তাহলে প্রতিটি মানুষের বাড়িতে রেশন পৌঁছে দেবে। যেভাবে দুয়ারে প্রশাসন কর্মসূচি পালন করেছিল মা মাটি মানুষের সরকার ঠিক সেই ভাবেই প্রতিটি মানুষের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি রূপায়ণ করার কাজ তিনি শুরু করেন। ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রতিশ্রুতি রূপায়ণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন। একদিকে করোনা পরিস্থিতির মোকাবেলা অপরদিকে নিজের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করেন। তাই মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বিনপুর দুই ব্লকের সাতবাঁকি গ্রামে পরীক্ষা মূলক ভাবে বৃহস্পতিবার চালু করা হয় ।ওই গ্রামের ৩৫ টি পরিবারের হাতে রেশন তুলে দেন এলাকার রেশন ডিলার সাধন দন্ডপাট। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। বাড়িতে রেশন পৌঁছে যাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। রেশন ডিলার সাধন দণ্ডপাট বলেন রাজ্য সরকারের দেওয়া রেশনের চাল গম আটা একমাসের দেওয়া হয়েছে।আগামী দিন এভাবেই প্রতিটি মানুষের বাড়িতে রেসন পৌঁছে দেওয়া হবে। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

Developed by