Breaking
23 Dec 2024, Mon

পাড়ায় অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে ভাঙচুর চালালো স্থানীয় মহিলারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পাড়ায় অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে ভাঙচুর চালালো স্থানীয় মহিলারা। রাজ্যে করোনা সংক্রমন ঠেকাতে চলছে লকডাউন। বন্ধ দেশি থেকে বিদেশী মদের দোকান। আর এই সুযোগে চড়া দামে ব্ল্যাকে বিক্রি হচ্ছে মদ। করোনার সংক্রমণ বাড়ার ভয়ে পাড়ার মধ্যে দেশী মদের ঠেক ভেঙে দিলো স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলায় গোপাল বিশ্বাসের বাড়িতে।
স্থানীয় মানুষজনের অভিযোগ দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে মদ বিক্রি করে আসছিল ওই ব্যাক্তি। এলাকার মহিলারা গোপাল বিশ্বাসের বাড়ির তালা ভেঙে ৫ প্যাকেট দেশী মদ সহ বিয়ার, ইংলিশ মদ ও ভেঙে গুড়িয়ে দিল। এধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য এলাকার সব মানুষের গলার স্বর একত্রিত। স্থানীয়রা রানাঘাট থানার পুলিশকে এই ঘটনার পাশাপাশি জানায় আনুলিয়া মানিকতলা নতুন পাড়ায় দীর্ঘদিন ধরে মদ,গাজা,কাঠির ব্যবসা চালিয়ে আসছেন এক ধরনের অসাধু ব্যক্তি। এরপরেও যদি এইসমস্ত ব্যবসা চলে তাহলে আগামীদিনে তা পাড়ার মহিলারা প্রতিহত করবে।

Developed by