Breaking
23 Dec 2024, Mon

ভিড় এড়াতে ভবানীগঞ্জের সবজি বাজার ওল্ড পোস্ট অফিস মাঠ এবং মৈত্রী সংঘের মাঠে স্থানান্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা আবহে বাজার ঘাটে ভীর কমাতে উদ্যোগ নিলেন কোচবিহার মহকুমা শাসক। বাজারের ভীর ঠেকাতে ভবানীগঞ্জ বাজারের থেকে সবজি বাজারকে পৃথক করে ওল্ড পোস্ট অফিস মাঠ এবং মৈত্রী সংঘের মাঠে বাজারের কথা ঘোষণা করলেন কোচবিহারের মহকুমা শাসক।
করোনা আবহে বার বার বলা হয়েছে সামাজিক দুরত্ব মেনে চলতে। কিন্তু যদি দেখা যায় বাজার-ঘাট গুলি ভীরে ঠাসা। এদিন কোচবিহার মহকুমা শাসক জানিয়েছেন, আগের বছরের মত ভবানিগঞ্জ বাজারের সবজি বাজার কে দুটো জায়গায় ভাগ করে দেওয়া হবে। মাছ ও সবজি বাজার একসঙ্গে হাওয়ায় মানুষজনের ভীর বেশি হয় বলে এই উদ্যোগ। এই ভিড় এড়াতে ভবানিগঞ্জ বাজারের সবজি বাজার স্থানান্তরিত করে ওল্ড পোস্ট অফিস মাঠ এবং মৈত্রী সংঘের মাঠে। তাতে করে ভীর এড়ানো সম্ভব বলে তিনি দাবী করেন। পাশাপাশি তিনি জানান, আগামী শনিবার থেকে সবজি বাজার এই দুটো নির্ধারিত স্থানে বসবে বলে তিনি জানান।

Developed by