Breaking
1 Nov 2024, Fri

মাথাভাঙ্গা কেদারহাটে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করে লুঠ করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট পরবর্তী হিংসার অভিযোগ এখনও বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে। মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট বাজার এলাকায় বিজেপি কর্মীর বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর এর পাশাপাশি লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ দুপুরে তৃনমূলের দুষ্কৃতীরা পিকআপ ভ্যান এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দোকানপাট গুলো ভাঙচুর করার পাশাপাশি লুঠ করে বলে অভিযোগ। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ যে, ৫ টি দোকান ভাঙচুর করে লুঠ চালানো হয়, পাশাপাশি ভাঙচুর করা হয় ৩ টি বাড়ি। রঞ্জিত রায়, কুঞ্জবিহারি বর্মন, মৃনাল বর্মনদের অভিযোগ, আজ দুপুরে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা কেদারহাট বাজারে পিকআপ ভ্যান এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দোকান, বাড়ি ভাঙচুরের পাশাপাশি জিনিসপত্র লুঠ করে নিয়ে যায়। তারা বিজেপি সমর্থক বলেই দুষ্কৃতিরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে তারা দাবী করেন। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তৃনমূল নেতৃত্ব। কেদারহাট অঞ্চলের তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন কুমার রায়ের দাবী এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। এতে তৃনমূলের কোন যোগ নেই। এই ঘটনার পর পরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। এলাকায় বিরাজ করছে এক থমথমে ভাব, চলছে পুলিশি টহল ।

Developed by