Breaking
1 Nov 2024, Fri

পৌরসভায় ১০ দফা দাবী পূরণে নবনিযুক্ত চেয়ারপার্সন তথা সদর মহকুমার শাসককে ডেপুটেশন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কোচবিহার পৌরসভায় শূন্যপদ পূরণ সহ ১০ দফা দাবিতে কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়িজ এসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার পৌরসভার নবনিযুক্ত চেয়ারপারসন তথা সদর মহকুমার শাসককে ডেপুটেশন দেওয়া হলো। এদিন একটি সাক্ষাৎকারের মাধ্যমে তারা কিছু দাবি দাওয়া মহকুমা শাসকের দপ্তরে জমা দেন।
মিউনিসিপ্যালিটি ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি আলকা রায় জানান, এদিন মহকুমা শাসকের কাছে তারা তাদের বিভিন্ন আধিকারিকের শুন্য পদ গুলিতে নিয়োগের কথা বলেন। তাছাড়া রাজ্য সরকারের কর্মচারীদের মত পৌর্ কর্মচারীদেরও ৮, ১৬ এবং ২৪ বছরের পদন্নোতির দাবী জানান। সরকারি ঘোষণা অনুযায়ী ম্যাচুরিটির পরিমান ৩ লক্ষ ৬৫ থেকে ৭ লক্ষ ৩০ হাজার হয়েছে কিন্তু পৌরসভায় সেটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। পৌরর্কর্মীরা যেন ৭ লাখ ৩০ হাজারের আওতায় আসে, তারও দাবি জানানো হয়। এছাড়াও তারা অস্থায়ী কর্মীদের সম কাজে সম বেতনের আর্জি জানানো সহ আর কিছু দাবিদাওয়া পেশ করেন। আলক বাবু আর জানান, কিছু কিছু দাবি পুরনের আস্বাস দিয়েছেন মহকুমা শাসক, কিন্তু দু-একটি দাবী পরবর্তীতে আলোচনা করে জানাবেন বলে তিনি জানান। এব্যাপারে মহকুমা শাসকের সঙ্গে কথা বলে তারা খুশি এবং তাদের এই দীর্ঘদিনের দাবী খুব সত্ত্বর পুরন হবে বলে তিনি আশাবাদী।

Developed by