Breaking
23 Dec 2024, Mon

বন্ধন স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে বুধবার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে করোনা সচেতনতা শিবির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিন দিন সংক্রমনের হার দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এখনো অনেকেই ব্যাবহার করছে না মাস্ক , স্যানিটাইজার, মানছে না শারীরিক দূরত্ব বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো। সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিতে দেখা গেলো বন্ধন স্বাস্থ্য কর্মীদের। বন্ধন স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে বুধবার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের মধ্য দেওগাঁও, উত্তর দেওগাঁও, পূর্ব দেওগাঁও, দক্ষিণ দেওগাঁও এলাকায় সচেতনতা মূলক প্রচার করতে দেখা যায়। এদিন টোটোতে মাইক লাগিয়ে সচেতনা মূলক প্রচার করেন তাঁরা। সকলকে পূর্বের মতো মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখার আবেদনের পাশাপশি করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় বলে জানান বন্ধন স্বাস্থ্য কর্মসূচির পূর্ব কাঁঠাল বাড়ি রিজিওন এরিয়া কো অডিনেটর অর্পিতা সরকার।

Developed by