ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ‘মমতার স্পর্শ’ প্রকল্পের উদ্বোধন করল রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ পৌরসভা ‘মমতার স্পর্শ’ নামে একটি সামাজিক প্রকল্প নিয়ে মানুষের সামনে হাজির হল আজ অর্থাৎ ১৯ মে থেকে। সামাজিক কল্যানমূলক কাজের অঙ্গ হিসেবে এবার করোনা সংক্রমিতদের তিন বেলা খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিল রায়গঞ্জ পৌরসভা। এ দিন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস বলেন, “এই প্রকল্প চালু করছে রায়গঞ্জ পৌরসভা এদিন কোভিড বিধি মেনে আজ থেকে রায়গঞ্জ শহরের ২৭ টি ওয়ার্ডের করোনা সংক্রমিতদের বাড়িতে বাড়িতে পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া শুরু হলো । সকালে প্রাতরাশ, দুপুর এবং রাতের খাবার আমাদের পৌরসভার কর্মীরা পৌঁছে দিয়ে আসবে।এর জন্য কয়েকটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে।
03523242563, 9474311757, 9851159433,8436244616, 7432013912,