Breaking
23 Dec 2024, Mon

আলিপুরদুয়ারে মাল্টিজিমে ভ‍্যাকসিনেশন সেণ্টার হিসেবে চালু করা হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আলিপুরদুয়ারে মাল্টিজিমে ভ‍্যাকসিনেশন সেণ্টার হিসেবে চালু করা হল। বুধবার থেকে আলিপুরদুয়ার মাল্টিজিমে আলিপুরদুয়ার শহরের ব‍্যবসায়ীদের ও পরিবহণ কর্মীদের ভ‍্যাকসিন প্রদান করা শুরু হয়েছে। এদিন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, আলিপুরদুয়ার জেলার ব‍্যবসায়ী, পরিবহণকর্মী, সরকারি কর্মচারী ,রেশন ডিলার,পেট্রোল পাম্পের কর্মীদের এখানে ভ‍্যাকসিন দেওয়া হবে।

Developed by