Breaking
23 Dec 2024, Mon

করোনাকালে ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা কালে ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার। করোনার বাড়বাড়ন্তের জন্যই ওই ২৫ আসামীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জেল সূত্রে খবর। রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ আসামীদের বাড়িতে পৌঁছে দেন। জানা গেছে, তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে মুক্ত সংশোধনাগারের এই ২৫ জনকে। রায়গঞ্জ জেলা সংশোধনাগারের জেলার রাজেশ কুমার মন্ডল জানিয়েছেন, মুক্ত সংশোধনাগারে ২৬ জন আসামী রয়েছেন। নির্দেশ এসেছে প্রত্যেকেই তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার। গত পরশু সকলের কোভিড টেস্ট করানো হয়েছে। ২৫ জনের রিপোর্ট নেগেটিভ আসায় সকলকে আজ পুলিশি নিরাপত্তা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

Developed by