Breaking
24 Dec 2024, Tue

দলের নেতা-মন্ত্রীদের সিবিআই গ্রেফতার করার প্রতিবাদে ঝাড়গ্রামে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে তৃণমূলের বিক্ষোভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নারদ মামলায় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি ,ফিরাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করে।সোমবার ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠে। প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার ঝাড়্গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল করে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলার চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু, দুই কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, অজিত মাহাতো, ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তণ চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব,ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন, বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে বিজেপি বিমাতৃসুলভ আচরন শুরু করেছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এনে গ্রেপ্তার করে জেলে ভরেছে। এর মূল্য আগামী দিনে বিজেপিকে দিতে হবে। বিজেপি ভারতবর্ষ জুড়ে তালিবানি শাসন শুরু করেছে। বাংলার মানুষ বিজেপির কাছে মাথা নত করেনি। বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতা এনেছেন। সেটা বিজেপি কোনমতেই সহ্য করতে পারছে না। তাই রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য দলের মন্ত্রীদের গ্রেপ্তার করে জেলে ভরেছে। আইন আইনের পথে চলবে। আগামী দিনে বিজেপিকে এর মূল্য দিতে হবে। তিনি দলীয় কর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান এবং করোনা মোকাবিলার জন্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Developed by