Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম পৌরসভার সামনে ‘কল্পতরু কিচেনে’র উদ্বোধন করলেন রাজের মন্ত্রী বীরবাহা হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতির জন্য রাজ্য সরকারের পক্ষে থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। যার ফলে লকডাউন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য ঝাড়্গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দিভাষী সংগঠনের সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলার গোবিন্দ সোমানির উদ্যোগে মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম পৌরসভার সামনে কল্পতরু কমিউনিটি কিচেন সেন্টারের চালু করা হয়েছে। কল্পতরু কিচেন সেন্টারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান দুর্গেশ মল্লদেব ও প্রাক্তন কাউন্সিলার গোবিন্দ সোমানি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। যতদিন লক ডাউন পরিস্থিতি চলবে ততদিন কল্পতরু কমিউনিটি কিচেন সেন্টার থেকে দরিদ্র মানুষদের দুপুরের খাওয়ার তুলে দেওয়া হবে বলে গোবিন্দ সোমানি জানান। ওই অনুষ্ঠানের সূচনা করে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকলকে সচেতন হতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। রাজ্য সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি কল্পতরু কমিউনিটি কিচেন সেন্টার চালু করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এর ফলে ওই এলাকার দরিদ্র মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন। সেই সঙ্গে তিনি উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Developed by