ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজ্যের স্কুলগুলি সেফ হোমের জন্য ব্যবহার করা যাবে, প্রতিটি জেলাশাসককে এমনই নির্দেশ দিলেন রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার অনিন্দ্য নারায়ণ বিশ্বাস। গত ১৭ মে তিনি এমনই একটি নির্দেশিকা জারি করেছেন। দিন দিন রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসনও। করোনা আক্রান্তরে আলাদা করা গেলে কোভিড সংক্রমণ থেকে বাকিদের এড়ানো যাবে। তাই প্রয়োজন মত প্রতিটি জেলার জেলাশাসক যেহেতু এখন স্কুল বন্ধ তাই সেই ফাঁকা স্কুল বিল্ডিং গুলিকে সেফ হোম হিসেবে ব্যবহার করতে পারবে।