ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার সকালে নারদা কাণ্ডে সিবিআই রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম,রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি সহ বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু করেছে বিক্ষোভ মিছিল। সেই মতো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের ওই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুমন সাহু এবং নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রমেশ রাউৎ সহ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথাগত মাহাতো ও ছাত্র নেতা বিশ্বনাথ মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্ব গন। বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সামিল হয়েছিলেন। ওই বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়এবং নিরপেক্ষ বিচারের দাবি জানানো হয়। এছাড়াও সিবিআইকে বিজেপির দালাল বলে আখ্যা দেওয়া হয়।সেই সঙ্গে রাজ্যপাল জাগদীপ ধনকর এর তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।