Breaking
24 Dec 2024, Tue

পাম্পের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জল তোলা পাম্পের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে। পরিবারের কাছ থেকে জানা যায় গতকাল ঈদ উৎসবের কারণে বাড়ির লোকজনেরা কেউই বাড়িতে ছিলেন না বেলা দুটো নাগাদ রৌশনা বিবি বাড়ির কল পাড়ে জল তোলা পাম্পের পাশে কাজ করছিলেন। তখনই কোন কারনে অসাবধানতাবশত পাম্পের তারে হাত লেগে যায়। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন তিনি। বেশ কিছু সময় পর তার ছোট ছেলে এসে দেখে মা রৌশনা বিবি পড়ে রয়েছে। সাথে সাথেই পরিবারের লোকজন তাকে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই কর্মরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। শনিবার শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পরিবারের দাবি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার স্বভাবতই এই ঘটনার পরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Developed by