ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ইসলামপুর মহকুমা শাসকের গঠন করা টাস্কফোর্স প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। টাস্কফোর্স আজ ইসলামপুর বাজারে গিয়ে হানা দেয়। সরকারি বিধি নিষেধ অমান্য করে যে সব দোকানপাট খোলা ছিল তা বন্ধ করেন টাস্ক ফোর্সের সদস্যরা। তারা গাড়ি নিয়ে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারি বিধিনিষেধ অমান্য করে যেসব দোকানপাট খোলা ছিল তা তারা বন্ধ করার কথা বলেন। যেমন ইলেকট্রিক সরঞ্জামের দোকান ফলের দোকান সহ বিভিন্ন দোকান রাস্তায় অযথা জটলা দেখলে তাদেরকেও ঘরে যেতে অনুরোধ করছে টাস্ক ফোর্সের সদস্যরা। যে সব ওষুধের দোকানে ভিড় হয়ে যাচ্ছে সেই সব ওষুধের দোকানদার কেউ সচেতন করে দিচ্ছেন যাতে কোভিড বিধি মাথায় রেখে তারা তাদের ওষুধের দোকানে বেচাকেনা করেন। তারাও বলেন যদি কেউ কোভিড বিধি অমান্য করছেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মাস্ক পরছে না বা সঠিক ভাবে ব্যবহার করছে না তাদের উদ্দেশ্য টাস্ক ফোর্সের সদস্যরা মাইকিং করে জানাচ্ছেন সঠিক ভাবে মাস্ক পড়ুন। অযথা বাড়ির বাইরে না বেরোনোর জন্য তারা পরামর্শ দেন। কোভিড বিধি ও সরকারি নির্দেশ অমান্য যারা করবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।