Breaking
24 Dec 2024, Tue

‘এ্যানি’র জন্মদিনে সারমেয়দের খাওয়ালো প্রভু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মাত্র ১ বছরের ‘এ্যানি’। তার জন্মদিন বলে কথা। সেই উপলক্ষ্যে এলাকার সমস্থ পথ কুকুরদের ভরপেট মাংস ভাতের আয়োজন করলো রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের দ্বাদশ শ্রেণীর ছাত্র সঞ্চয় ভট্টাচার্য। এদিন জন্মদিনে তার পরিবারের লোকজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাদের পরিবারের অন্যতম সদস্য হল ‘এ্যানি’। রটউইলার জাতের ‘এ্যানি’র শুক্রবার ছিল প্রথম জন্মদিন। সেই জন্মদিনে আপ্যায়ন করা হয় এলাকায় সমস্ত সারমেয়দের। এ্যানির প্রভু সঞ্চয় ভট্টাচার্য বলে, ‘আজ আমাদের এ্যানির প্রথম জন্মদিন। তাই আমরা ছোট করে একটা অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানে এলাকার সমস্ত সারমেয়দের জন্য ভরপেট মাংস ভাতের আয়োজন করেছি।’তাঁর দাবি, এই লকডাউনে হোটেল ও রেস্তোরাঁ গুলো প্রায় বন্ধ। তাই পথে পথে ঘুরে বেড়ানো সারমেয়দের প্রয়োজনীয় খাবারের কিছুটা  অভাব তৈরি হয়েছে। তাই আজ ওদেরকে ভরপেট মুরগীর মাংস ভাতের আয়োজন করেছি।’
শুক্রবার গভীর রাতে এই আয়োজনে সামিল হয়েছিলেন সঞ্চয়ের কাকা তথা বিশিষ্ট সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য, নিবেদিতা ভট্টাচার্য সহ পরিবারের অন্যান্যরা। ভরপেট মাংস ভাত খাওয়ার শেষে গা এলিয়ে ঘুমোতে দেখা গেল সুদর্শন পুর এলাকার পথের সারমেয়দের।

Developed by