Breaking
24 Dec 2024, Tue

মাথাভাঙার মাতৃ আশ্রয় হোমে থাকা মেয়েদের খাদ্য সামগ্রী দিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ে মেয়েদের মাতৃ আশ্রয় হোমে আসলেন কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান। শনিবার সকালে তিনি মাতৃ আশ্রয় হোমে থাকা মেয়েদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে করোনা মোকাবেলায় সেনিটাইজার ও কিছু খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস পত্র হাতে তুলে দেন। এই সহযোগিতা পেয়ে মাতৃ আশ্রয় হোমের মেয়েরা কোচবিহার জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন তার সাথে মাতৃ আশ্রয়ে উপস্থিত ছিলেন হোম এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় কল্পনা বর্মনের স্বামী তথা শীতলকুচি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার, বর্তমান হোম দেখাশোনার দায়িত্বে থাকা প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন এর পুত্রবধূ অঙ্কিতা দেব সহ আরও অনেকে। এদিন জেলা পুলিশ সুপার হোমের মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করার পর ফিরে যান। এরপর প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সাংবাদিকদের বলেন, সকালবেলায় আইসি সাহেব টেলিফোন মারফৎ জানালেন জেলা পুলিশ সুপার আমাদের মাতৃ আশ্রয়ে আসবেন। সেইমতো উনি হোম এসে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং করোনা মোকাবেলার জন্য মেয়েদের হাতে স্যানিটাইজার, জলের বোতল, চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি আরও বলেন, ‘হোম চালানোর ক্ষেত্রে কোন প্রয়োজন হলে এসপি সাহেব যথা সাধ্য চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য।’

Developed by