ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : যমালয়ে ‘জীবন্ত’ মানুষ! হ্যাঁ ঠিকই শুনছেন। না এ কোন সিনেমার গল্প কথা নয়। বাস্তবিক জীবনেই এমনই ছবি ফুটে উঠল নদিয়া জেলার কল্যাণীর কোভিড হাসপাতালে। এমনই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ‘মৃত’ কোভিড রোগীর নাম সুব্রত কর্মকার। তার নামে ডেথ সার্টিফিকেটও ইস্যু করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে তিনি জীবিত। এমনকি দিব্যি হাসপাতালের বেডে বসে রয়েছেন তিনি। ঘটনার ভুল ভাঙে ‘মৃতের’ দেহ সৎকারের জন্য আনতে গিয়ে। যা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ ডোমের! তিনি দেখেন জীবন্ত অবস্থায় হাসপাতালের বেডেই বসে আছেন রোগী। নদীয়ার ধানতলা থানার হিজলির বাসিন্দা সুব্রত কর্মকার জ্বর ও বুক ব্যাথা নিয়ে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রেফার করা হয় কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালে। গত বুধবার ১২ মে ভর্তি করা হয়। কোভিডের চিকিৎসা শুরু হয়। এরপর গতকাল ১৪ মে হাসপাতাল থেকে রোগীর বাড়িতে খবর দেওয়া হয় তাঁদের রোগীর মৃত্যু হয়েছে। বাবা-দাদা ও পরিজনেরা ছুটে আসেন হাসপাতালে। ছেলের শেষকৃত্যের জন্য অফিসিয়ালি কাগজ তৈরি করে পরিবারের হাতে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। এরপর ডোম কোভিড স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ সৎকারের জন্য আনতে গিয়ে দেখেন রোগী বেডের উপর দিব্যি বসে আছেন। এহেন ঘটনায় আতঙ্কের ছাপ পরিবারের চোখে-মুখে!