Breaking
24 Dec 2024, Tue

সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাল ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব’। বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে ঝাড়গ্রাম জেলায় কর্মরত সাংবাদিকদের ভ্যাকসিন দেওয়া হয়। যদিও এদিন কয়েকজন সাংবাদিক উপস্থিত থাকতে পারেননি। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ‘কোভিড যোদ্ধা’ হিসেবে ঘোষণা করেন। তারপরই মুখ্যমন্ত্রী রাজ্যের কর্মরত সাংবাদিকদের কোভিড প্রতিষেধক দেওয়ার কথা জানান। তারপরেই ঝাড়গ্রাম জেলার জেলাশাসক জয়সি দাশগুপ্ত উদ্যোগী হন সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ার জন্য। তাঁর নির্দেশ মত ঝাড়গ্রাম জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী জেলার সাংবাদিকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এদিন প্রতিষেধক দেওয়ার সময় সর্বক্ষণ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী। প্রতিষেধক নেওয়ার পর সাংবাদিকদের শারীরিক অবস্থা কেমন আছে তার খোঁজ খবর নেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের’ সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন,”মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করেছেন। পাশাপাশি তাঁদেরকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সমস্ত সাংবাদিকরা কোভিডের টিকা পেয়ে খুশি। ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

Developed by