Breaking
24 Dec 2024, Tue

মাস্ক, স্যানিটাইজার ও আলু-পেঁয়াজের আড়ালে ঝাড়গ্রামে সরকারি নিয়ম ভেঙে চলছে দেদার বিক্রি!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাস্ক, স্যানিটাইজার ও আলু-পেঁয়াজের আড়ালে ঝাড়গ্রামে সরকারি নিয়ম ভেঙে চলছে দেদার বিক্রি! খোদ ঝাড়গ্রাম শহরে এমনই চিত্র দেখা যাচ্ছে শহরের একাংশ ব্যবসায়ীদের মধ্যে। সরকারি নিয়মে ছাড় রয়েছে মেডিসিন দোকান এবং ভুষিমাল দোকান। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দোকানের সামনে টাঙিয়ে রাখা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার। আর তা সামনে রেখেই চলছে পান দোকান ও স্টেশনারী জিনিসপত্র। অন্যদিকে, আলু-পেঁয়াজের আড়ালে চলছে একাধিক পান দোকান। প্রশাসনের অধিকারিকদের সামনে এহেন ঘটনা ঘটে চলেছে, তাতে হুঁশ নেই কোন নজরদারির!

Developed by