Breaking
24 Dec 2024, Tue

শপথ নিয়ে ঝাড়গ্রামে ফিরে করোনা সচেতনতায় মাস্ক বিলি করলেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার ঝাড়গ্রামের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়ক বীরবাহা হাঁসদা।বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করার পর ঝাড়গ্রামে ফিরে শুক্রবার সকাল থেকেই করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য পথে নামেন বিধায়ক বীরবাহা হাঁসদা।যাদের মাস্ক নেই তাদের হাতে মাস্ক তিনি তুলে দেন।পাশাপাশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি সকলের হাতে মিষ্টি তুলে দেন।বিধায়ক সর্বস্তরের মানুষ জনকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান।সেই সঙ্গে প্রতিটি মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানান।এছাড়া ও ঝাড়গ্রাম শহরের ব্যবসায়ীদের তিনি বলেন আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং ক্রেতাদের ও মাস্ক ব্যবহার করতে বলবেন।মাস্ক ছাড়া কাউকে বাজারে ঢুকতে দেবেন না। বিধায়ক বীরবাহা হাঁসদা বলেন এখন আমাদের সবাইকে এক হয়ে করোনা পরিস্থিতির মোকাবিলা করতে হবে। করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। তাই সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোন মিটিং মিছিল আমরা করব না এবং জমায়েত ও করবো না ।আমরা করোনা পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করার জন্য যা যা প্রয়োজন তাই করব। তিনি বলেন দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় গিয়ে তিনি করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার জন্য আবেদন জানাবেন এবং প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহারের আবেদন জানাবেন। বিধায়ক বীরবাহা হাঁসদা যে ভাবে শুক্রবার ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় গিয়ে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে প্রচার করেছেন তাতে খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।

Developed by