Breaking
1 Nov 2024, Fri

খোদ ঝাড়গ্রাম শহরে দিনের বেলায় ভরাট হচ্ছে সরকারি খাল ও পুকুর, অভিযোগ পেয়েও নিশ্চুপ ঝাড়গ্রাম পুর ও জেলা প্রশাসন!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিনে দুপুরে চুরি! চুরি বললে ভুল হবে। এ যেন কার্যত ডাকাতি! সরকারি নিয়ম বিধিকে তোয়াক্কা না করেই এক অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী এহেন কাজ করে চলেছেন। আর তাতে অভিযোগ পেয়েও নিশ্চুপ ঝাড়গ্রাম পুরসভার এক্সকিউটি অফিসার ও ঝাড়গ্রামের জেলা প্রশাসন! দিনের বেলায় ঝাড়গ্রাম পুরসভা অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের পুরাতন ঝাড়গ্রামে ভরাট হচ্ছে সরকারি ডুমুর নালার খালের একাংশ এবং ও ঝাড়গ্রাম রাজবাড়ির মালিকানাধীন একটি পুকুর। আর এহেন কাজ শুরু হয়েছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি শুরু হওয়ার পর থেকেই। সূত্রের খবর, লিখিত
অভিযোগ জমা পড়েছে ঝাড়গ্রাম পুরসভার এক্সকিউটি অফিসার ও ঝাড়গ্রামের জেলাশাসককে। কিন্তু তা সত্ত্বেও কোন হেলদোল নেই প্রশাসনের! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম এলে বর্তমানে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে থাকেন। একবছর বৃষ্টির জেরে দক্ষিণ পাড়া প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে ভাঙচুর করেছিলেন। তার কয়েক দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে ডুমুর নালা সংস্কার ও ভেঙে যাওয়া বাড়ি তৈরির আশ্বাস দিয়েছিলেন। তারপর ডুমুর নালার কিছুটা সংস্কার হয়েছিল। এবার সেই ডুমুর নালার একাংশ ভরাট করে দেওয়া হচ্ছে। যার ফলে আগামী দিনে বৃষ্টি হলে ফেল দক্ষিণপাড়া প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এ দিকে হুঁশ নেই প্রশাসনের!

Developed by