Breaking
1 Nov 2024, Fri

গোপীবল্লভপুর ২ ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় এর ফলে দিশেহারা অবস্থা রাজ্যের বিরোধী দল বিজেপির। তৃণমূল কংগ্রেস জয়লাভ করায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া অঞ্চলের মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বৃহস্পতিবার সকালে গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে বহু মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তপসিয়া অঞ্চলের সভাপতি নিরঞ্জন দাস। তিনি বলেন, বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চেয়ে আবেদন করেছেন। তাই তাদের আবেদনে সাড়া দিয়ে তাদেরকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এই এলাকায় বিজেপির ঝান্ডা টাঙ্গানোর কেউ থাকবে না। এই এলাকার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের কান্ডারী ও জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যার ফলে ওই এলাকায় বিজেপির আর কোনো অস্তিত্ব রইল না বলে তিনি জানান।

Developed by