Breaking
24 Dec 2024, Tue

দৃষ্টিহীন শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরের শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেচগ্রামের বাসিন্দা ২২ বছরের রাহুল দে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী l দিনমজুর পরিবারের এই মেধাবী শিক্ষার্থী কিন্তু জন্মান্ধ নয় l অষ্টম শ্রেণীতে পাঠরত অবস্থায় দুষ্কৃতীদের ব্যবহৃত বোতল বোমায় এই কিশোর তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলে। তার অদম্য জেদ ও তীক্ষ্ণ মেধার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে আসি পার্সেন্ট এর বেশি নম্বর পায়। বর্তমানে সে চৈতন্যপুরে অবস্থিত বিবেকানন্দ মিশন আশ্রম এর টিচার্স ট্রেনিং সেন্টার এর প্রথম বর্ষের ছাত্র। এখনো তার চোখে আলপিনের মতো কিছু একটা আটকে আছে। চিকিৎসার প্রয়োজন। কিন্তু তার পরিবারের আর্থিক সামর্থ নেই চিকিৎসার জন্য। খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়ান ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠ এর মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l তার পরিবারের সাথে তিনি যোগাযোগ করেন এবং এই দৃষ্টিহীন মেধাবী দুঃস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য দশ হাজার টাকা ওই পরিবারের একাউন্ট এ পাঠিয়ে দেন তিনি l

Developed by