Breaking
24 Dec 2024, Tue

মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর নয়াগ্ৰামে মিষ্টি বিতরণ করল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনে বিপুল জয় নিয়ে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসা নিশ্চিত করার পর কয়েকদিন ধরে সর্বত্র তৃণমূল কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাঁধ ভাঙা উচ্ছাস। বুধবার ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে শপথবাক্য পাঠ করে তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর শপথ গ্রহণের পর নয়াগ্ৰামের খড়িকামাথানীতে সাধারণ পথচারীদের মিষ্টি বিতরণ করল তৃণমূল। এদিন ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস ও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যারা মাস্ক না পরে বাইরে বের হয়েছেন তাদের হাতে মাস্ক তুলে দেন। শ্রীজীব সুন্দর দাস বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানান।

Developed by