Breaking
24 Dec 2024, Tue

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ ভার্চুয়াল অনুষ্ঠানে ঝাড়গ্রামে কোভিড বিধি শিকেয়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর ৫ মে বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ডিজে বাজিয়ে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিনের ওই অনুষ্ঠানে কোভিড বিধি শিকেয় তুলে মাস্ক ব্যবহার না করেই, সামাজিক দূরত্ব না মেনেই জমায়েত করে আবির খেলায় মেতেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।যার ফলে করোনা সংক্রমণের ভয় করছেন ওই এলাকার একশ্রেণীর মানুষ।

Developed by